তামিম ইকবালের জন্য এখন সেঞ্চুরি করা যেন একেবারে সাধারণ ব্যাপার হয়ে গেছে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা দুই ম্যাচে তিন অঙ্কে পৌঁছেছেন তিনি। তামিমের টানা সেঞ্চুরির দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয় মধ্যাহ্নভোজের আগে।
ডিপিএল শুরু হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য হার দিয়ে, যেখানে তামিম নেতৃত্ব দিচ্ছিলেন। তবে এরপর টানা তিনটি ম্যাচ জিতে মোহামেডান দল ঘুরে দাঁড়ায়। আর এই সময়ে তামিম নিজের দাপট দেখিয়ে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন। অন্যদিকে, মিরপুরে আজ পারটেক্স ও আবাহনীর ম্যাচে ৫০ ওভারও খেলা হয়নি।
বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মোহামেডান অধিনায়ক তামিম। মোহামেডানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্রাদার্স ইউনিয়ন ৪৮.৪ ওভারে ১৮৭ রানে অলআউট হয়ে যায়। মোহামেডানের তাইজুল ইসলাম নেন ৪ উইকেট। আবু হায়দার রনি, মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ যথাক্রমে নেন ৩, ২ ও ১ উইকেট। ১৮৮ রানের লক্ষ্য তাড়াতে গিয়ে মোহামেডান উদ্বোধনী জুটিতে মাত্র ৪ রানে এক উইকেট হারায়। প্রথম ওভারের শেষ বলে আল আমিন হোসেন মেহেদী হাসান মিরাজকে ফিরিয়ে দেন, তিনি ৬ বলে ২ রান করেন।
উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মোহামেডানকে। দ্বিতীয় উইকেটে তামিম ও মাহিদুল ইসলাম অঙ্কন গড়েন ১৮৭ রানের অবিচ্ছেদ্য জুটি। তামিম ৯৪ বলে সেঞ্চুরি করেন, আর অঙ্কন পান ফিফটি। ৯৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১০৫ রান করে ম্যাচসেরা হন তামিম। ৯ মার্চ পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১২৫ রান করা তামিমের জন্য এটি ছিল টানা দ্বিতীয় সেঞ্চুরি।
অপরদিকে, মিরপুরে আজ পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আবাহনী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আবাহনীর সুনিয়ন্ত্রিত বোলিংয়ে পারটেক্স ৩৩.১ ওভারে ১০০ রানে গুটিয়ে যায়। ১০১ রানের লক্ষ্য তাড়াতে আবাহনী মাত্র ১৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায়। ২১৩ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে ম্যাচসেরা হন মাহফুজুর রহমান রাব্বি, যিনি ৯ ওভারে ১৮ রানে ৫ উইকেট নেন।
রান তাড়া করতে নেমে পারভেজ হোসেন ইমন সেঞ্চুরি করেন। ৫০ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৫ রান করে তিনি অপরাজিত থাকেন।
দিনের অন্য ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ মুখোমুখি হয়। টস হেরে প্রথমে ব্যাটিং করা প্রাইম ব্যাংক ২৯.৫ ওভারে ১৫২ রানে অলআউট হয়। নাঈম শেখ ৮৩ বলে ৮১ রান করেন। তবে রূপগঞ্জ ২৩.২ ওভারে ২ উইকেটে ১৫৪ রান করে জয় পায়। সাইফ হাসান ১০ ওভারে ৩৭ রানে ৪ উইকেট নেন এবং ৩৫ বলে ১৬ রান করেন। রূপগঞ্জের তানজিদ হাসান তামিম ৪৯ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৮ রান করেন।
৯ মার্চ মিরপুরে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪২২ রান করে প্রাইম ব্যাংক। সেই ম্যাচে নাঈম শেখ ১২৫ বলে ১৭৬ রান করেন। এরপর থেকেই মিরপুরে রানখরার শুরু হয়েছে। ১০ মার্চ শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচে ৩৫.২ ওভারে ১৪৪ রান হয়েছে এবং ১০ উইকেট পড়েছিল।