১০০ রানে পরাজিত সাব্বিরের পারটেক্স

স্পোর্টস ডেস্ক

সাব্বির রহমানের পারটেক্স স্পোর্টিং ক্লাব আবাহনীর বিপক্ষে কোনো রকমে স্পর্শ করেছে ১০০ রান।

বুধবার (১২ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চতুর্থ রাউন্ডের প্রথম দিন আজ। তিন ভেন্যুতে লড়ছে ছয়টি দল। তবে এখন পর্যন্ত দিনের সব ম্যাচেই আভাস মিলেছে লো স্কোরিং ম্যাচের।

আবাহনী অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি ৫ উইকেট শিকারে লন্ডভন্ড করে দেন পারটেক্স দলকে। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন জয়রাজ শেখ। আবাহনীর হয়ে ২টি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন এবং রাকিবুল ইসলাম।

পারটেক্সের হয়ে এদিন দুই অঙ্কে রান করেছেন কেবল জয়রাজ, সাব্বির ও উইকেটরক্ষক আদিল। সাব্বির করেন ২৩ রান, আদিল করেন ১৩। অতিরিক্ত থেকে আসে ১৩ রান।

দিনের অন্য ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে প্রাইম ব্যাংক ১৫২ রান করেছে। আরেক ম্যাচে মোহামেডানের বিপক্ষে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্রাদার্স ইউনিয়ন ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করেছে।

ইউএ / টিডিএস

You may also like