ডাবল সেঞ্চুরি মিস হওয়ার আক্ষেপ নেই নাঈমের

স্পোর্টস ডেস্ক

২৪ রান করতে না পারার আক্ষেপ মনে রাখতে চান না নাঈম।

রবিবার (৯ মার্চ) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্সের বিপক্ষে রেকর্ড গড়ে প্রাইম ব্যাংক। ৮ উইকেটে ৪২২ রান তুলে তারা শুধু ঢাকা প্রিমিয়ার লিগেই নয়, বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটেও সর্বোচ্চ দলীয় সংগ্রহের নতুন ইতিহাস লিখেছে। এর আগে ২০২২ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশ ৪০৮ রান করেছিল, যা এবার ছাড়িয়ে গেল প্রাইম ব্যাংক। একইসঙ্গে, তারা দেশের প্রথম দল হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করল।

প্রাইম ব্যাংকের ইতিহাস গড়ার মূল নায়ক নাঈম। ২৫ বছর বয়সী এই ওপেনার ক্যারিয়ার সেরা ইনিংসে ১২৫ বলে ১৮টি চার ও ৮টি ছক্কা হাঁকান। তার দুর্দান্ত ব্যাটিংয়ে প্রাইম ব্যাংক বিশাল সংগ্রহ গড়ে এবং ব্রাদার্সকে ২৪৯ রানে অলআউট করে ১৭৩ রানের বড় জয় নিশ্চিত করে। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে নাঈম জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ম্যাচ শেষে ইতিহাস গড়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে খানিকটা মজার ছলেই প্রতিক্রিয়া জানান তিনি।

তিনি জানান, আমি আছি দেখেই তো এরকম ইতিহাস হয়েছে (হাসি)। নাহ… অবশ্যই। এরকম কিছু যখন হয় খুব ভালো লাগে। দলের জন্য ভালো অবদান রাখতে পারলে… হয়তো এত ভালো শেষ হবে বুঝতে পারিনি। টপ-অর্ডার হিসেবে আপনি যখন এমন শুরু দিতে পারবেন তখন ভালো লাগবে। এরকম ভালো একটা সংগ্রহ দিতে পেরে অবশ্যই ভালো লাগছে। এটা কি ইতিহাস? তা তো আমি জানতাম না। এখন শুনে ভালো লাগছে।

আউট হওয়ার সময় আরও কিছুক্ষণ খেলতে না পারার হতাশা পোড়াচ্ছিল নাঈমকে। তিনি বলেন, ঠিক (আউট হওয়ার) ওই সময় মনে হচ্ছিল আরেকটু মনোযোগ থাকলে ভালো হতো। আমি হয়তো ৩৬-৩৭ ওভারে (আসলে ৩৯তম ওভারে) আউট হয়েছি। আরেকটু শেষ করতে পারলে… ৪৪-৪৫ ওভার পর্যন্ত যেতে পারলে হয়তো আলাদা কিছু অর্জন করতে পারতাম।

তিনি আরও জানান, লম্বা একটা ইনিংস খেলতে পেরেছি। খুব ভালো লাগছে। (২৪ রান করতে না পারার) আক্ষেপ নেই। ভালো খেলতে পেরেছি। ১৭৬ রান করতে পেরে অবশ্যই ভালো লেগেছে। কোনো আক্ষেপ নেই।

ইউএ / টিডিএস

You may also like