নারী দলের জন্য ব্যাটিং কোচ হিসেবে প্রস্তাব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল।
রবিবার (৯ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই। নারী দলের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। তিনি দায়িত্ব নেওয়ার পর ইমরানকে প্রধান কোচ করেন। সরোয়ার ইমরানের কাছ থেকেই এবার ব্যাটিং কোচ হিসেবে প্রস্তাব পেলেন আশরাফুল।
আশরাফুল এই প্রসঙ্গে বলেন, ‘প্রস্তাব পেয়েছি কিছু দিন আগে। তবে পরে আর তেমন কথা হয়নি। তবে সবকিছু যদি মিলে যায় অবশ্যই কাজ করব। এটা আমার জন্য বড় একটি সুযোগ। অবশ্যই ব্যাটিং কোচের দায়িত্ব নেব আমি।’
পেস বোলিং কোচ হিসেবে শেষ সিরিজে ছিলেন রবিউল ইসলাম। তবে সাবেক এই পেসার নারী দলের সঙ্গে থাকবেন কিনা, তা এখনও নিশ্চিত হয়নি।
আশরাফুল গত বছরের মে মাসে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে আইসিসি লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেন। তিনি কাজ করেছেন বিপিএলের রংপুর রাইডার্স দলের সঙ্গে। এবার তাকে আরও বড় পর্যায়ে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে।
ইউএ / টিডিএস