মুশফিকের অবসরে মাশরাফির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক

মুশফিকের অবসরের ঘোষণায় আবেগে ভেসেছেন মাশরাফি বিন মর্তুজা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে নিজের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘তোমার বিদায়ের ঘোষণায় এক লহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কতশত স্মৃতি!’

মুশফিকের পরিশ্রমের কথা উল্লেখ করে সাবেক এই অধিনায়ক লিখেছেন, ‘ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে স্বাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে! তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে। তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে।’

মাশরাফি তাকে শুভকামনা জানান টেস্ট ক্রিকেটের ফরম্যাটের জন্য, ‘আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও…’

ইউএ / টিডিএস

You may also like