ওয়ানডে থেকে মুশফিকের অবসরের ঘোষণা

স্পোর্টস ডেস্ক

মুশফিকুর রহিম আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

বুধবার (৫ মার্চ) রাতে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন। তবে তিনি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট খেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন।

মুশফিক তার পোস্টে লিখেছেন, “আজ থেকে আমি ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলছি।”

তিনি আরও বলেছেন, বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম। তারপরও যখনই আমি মাঠে নেমেছি শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। গেল কিছুদিন আমার জন্য খুবেই চ্যালেঞ্জিং ছিল এবং আমি অনুধাবন করেছি যে, এটাই আমার ভাগ্যে লেখা আছে। আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিতে চাই, যারা ১৯ বছর আমাকে সমর্থন দিয়ে গেছেন।’

২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই প্রেক্ষাপটে আজ অবসরের ঘোষণা দিলেন মুশফিক। তিনি সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন, তবে ব্যাট হাতে খুব একটা সফল ছিলেন না।

মুশফিক ২০০৫ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন এবং পরের বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক ঘটে। ২৭৪ ওয়ানডে ম্যাচে তিনি ৭৭৯৫ রান করেন, যার মধ্যে রয়েছে ৯টি সেঞ্চুরি এবং ৪৯টি ফিফটি।

সুপ্তি / টিডিএস

You may also like