হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচের দায়িত্ব নিয়েই বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হচ্ছেন হেম্প।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই নিখোঁজ ছিলেন বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তবে বিসিবির সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। ছুটি কাটিয়ে পরিবারের সঙ্গেই ছিলেন তিনি। এবার আবার ডাকা হচ্ছে তাঁকে।
বাংলাদেশে আসার পর হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। পরে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পান। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর দেখা যায়নি তাকে। ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের সঙ্গেও। এবার তাকে আবার ফেরানো হচ্ছে। জানা গেছে নতুন করে আবারও এইচপি ইউনিটের প্রধান কোচের দায়িত্ব নিতে পারেন তিনি।
তবে হেম্প কবে বাংলাদেশে ফিরবেন তা এখনো নিশ্চিত নয়। বর্তমানে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
ইউএ / টিডিএস