ডিপিএলে রানআউট বিতর্কে জরিমানা কোচ-অধিনায়কের

স্পোর্টস ডেস্ক

রান আউট বিতর্কে প্রাইম ব্যাংকের কোচ, অধিনায়ক ও ম্যানেজারকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনেই রান আউট নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। ঘটনাটি ঘটে বিকেএসপির মাঠে রূপগঞ্জ টাইগার্স বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে।

রূপগঞ্জের দেওয়া ২১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল প্রাইম ব্যাংক। স্কোরবোর্ডে ৭ রান তুলতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। শাহাদাত হোসেন দিপুর সঙ্গে ক্রিজে ছিলেন ইরফান শুক্কুর। দলীয় ২৩ রানে ফাহাদ হোসেনকে এক্সট্রা কাভারে ঠেলে রান নিতে যান অধিনায়ক শুক্কুর কিন্তু রান আউটের ফাঁদে পড়ে যান। এমন আউট মেনে নিতে পারছিলেন না শুক্কুর।

বেশ কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকার পর প্রধান কোচ তালহা জুবায়েরকে মাঠে দেখা যায়। তিনি কিছুক্ষণ ম্যাচ রেফারির সঙ্গে আলোচনা করেন। ফলে খেলাও কিছু সময়ের জন্য বন্ধ থাকে। আম্পায়ারের অনড় অবস্থানের মুখে শেষ পর্যন্ত আউট মেনে নিয়ে ডাগ আউটে ফিরে যান অধিনায়ক শুক্কুর। এ ঘটনার পর কোচ এবং অধিনায়ককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একইভাবে ম্যানেজার দেব চৌধুরীকেও সমান জরিমানা করা হয়।

কোচকে জরিমানা করা হলেও অধিনায়ক শুক্কুরকে ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। এর আগে শুক্কুরের নামের পাশে ছিল ১টি ডিমেরিট পয়েন্ট। যা মোট ৪টি হয়ে গেল। পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না এই অধিনায়ক।

ইউএ / টিডিএস

You may also like