বিসিবির কাছে ৪৮ লাখ টাকা পাওনা সাকিবের

স্পোর্টস ডেস্ক

চুক্তির সাপেক্ষে বিসিবি থেকে এখনো ৪৮ লাখ (ট্যাক্স বহির্ভূত) পাওনা সাকিব আল হাসানের।

সোমবার (৩ মার্চ) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮তম বোর্ড সভা। এই সভায় উঠে এসেছে সাকিবের পাওনা টাকারও বিষয়টি। সভার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল ক্রিকেটারদের বেতন বৃদ্ধি।

নতুন কেন্দ্রীয় চুক্তি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে সেখানে। চুক্তিতে কোন ক্রিকেটাররা থাকছেন তা অনেকটাই চূড়ান্ত। পাশাপাশি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য অংশ সাকিব আল হাসান বেশ কিছুদিন ধরে মাঠে নেই লাল-সবুজের জার্সিতে। তবে গেল বছরের কেন্দ্রীয় চুক্তির তালিকায় ঠিকই জায়গা ছিল তার।

সাকিব আল হাসানের বেতনের ইস্যুতে বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ক্রিকবাজকে জানান, ‘সে (সাকিব) চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে। কারণ আপনি খেলুন বা নাইই খেলুন চুক্তি করা আছে। আর আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।’

ইউএ / টিডিএস

You may also like