চিটাগং কিংসের বিরুদ্ধে ঠিকমতো পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ করলেন শহিদ আফ্রিদিও।
দেশের শীর্ষ একটি অনলাইন সংবাদমাধ্যমকে শহিদ আফ্রিদি বলেন, ‘আমার সঙ্গে চুক্তি ছিল ১ লাখ ডলারের। কথা ছিল বাংলাদেশে পা রাখার পর ৫০ হাজার ডলার দেওয়া হবে টুর্নামেন্ট চলার সময় বাকি ৫০ হাজার দেবে। কিন্তু আমাকে মোটে ১৯ হাজার ডলার দেওয়া হয়েছে। ‘‘কাল দেবো’’, ‘‘দুদিন পর দেবো’’- এসব বলে বারবার ঘোরানো হয়েছে। চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি। টাকা দেওয়া হয়নি। সামিরের আচরণে হতবাক হয়ে গেছি। এমন কিছু আশা করিনি।’
তিনি আরও বলেন, ‘টুর্নামেন্টের মাঝপথে আমি একটা কাজে দেশে ফিরে আসি। সামিরের সঙ্গে কথা ছিল ১৯ জানুয়ারি ফিরে যাব বাংলাদেশে। কিন্তু বারবার যোগাযোগ করার পরও তারা আর টিকেট পাঠায়নি। এখন তো সামিরের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছি না।’
আফ্রিদি জানান, বাংলাদেশ ও বিপিএলের ভাবমূর্তির কথা ভেবে এতদিন ব্যাপারটি প্রকাশ করেননি।
পাকিস্তানি সাবেক তারকার অভিযোগ স্বীকার করে চিটাগং কিংসের মালিক সামির কাদের বলেন, ‘২১ হাজারের (ডলার) মতো দেওয়া হয়েছে। বাকিগুলোও পেয়ে যাবে। এমন তো নয় যে পাবে না। উনি তো আর ক্রিকেটার নন। উনারটা উনি পেয়ে যাবেন। এখানে কোনো বিতর্ক নেই। যার যার তাড়া থাকতেই পারে।’
ইউএ / টিডিএস