ঢাকা প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম দিনে বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবির পরিচালকরা।
সোমবার (৩ মার্চ) দুপুর দেড়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি ভবনে শুরু হবে বৈঠক। সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে সভায় অংশ নেবেন বিসিবির পরিচালকবৃন্দ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কার্যনির্বাহী কমিটির এটি ১৮তম বোর্ড সভা। গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আজ আলোচনা করবেন পরিচালকরা। এর মধ্যে ২০২৪-২৫ মৌসুমের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা অন্যতম। পাশাপাশি কোচিং স্টাফদের সঙ্গে চুক্তি নবায়ন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ব্যর্থতা নিয়ে হতে পারে আলোচনা। এ ছাড়া এইচপি ইউনিট ও বাংলাদেশ ‘এ’ দলের কার্যক্রমও আসতে পারে আলোচনায়। প্রধান কোচ ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে হতে পারে সিদ্ধান্ত। মুশতাক আহমেদ ও মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তি নবায়নের বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইউএ / টিডিএস