ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হওয়ার আগে জাতীয় দলের তারকা ব্যাটার লিটন দাসকে কোনো দল নেয়নি। কারণ, তিনি প্রতি ম্যাচে ৩ লাখ ৩০ হাজার টাকা সম্মানী চাওয়ায় ক্লাবগুলো তাকে দলে নেয়ার আগ্রহ দেখায়নি। তবে, টুর্নামেন্ট শুরুর একদিন আগে গুলশান ক্রিকেট ক্লাব তাকে দলে নেয়।
রবিবার (৩ মার্চ) খবরটি নিশ্চিত করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আসন্ন ডিপিএলে মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। তিনি জানান, ‘লিটন দল পেয়েছে। সে গুলশান ক্লাবে খেলবে।’
এ মৌসুমে গুলশান ক্রিকেট ক্লাব ডিপিএলে প্রোমোশন পেয়েছে এবং তামিম ইকবাল ক্লাবটির নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ক্লাবটির জন্য স্পন্সরশিপসহ অন্যান্য কাজের তত্ত্বাবধান করছেন। এবারের ডিপিএল শুরু হবে মোহামেডান এবং গুলশান ক্লাবের ম্যাচ দিয়ে, যার একটির অধিনায়ক তামিম অন্যটির নির্বাহী তিনি।
গত মৌসুমে লিটন দাস আবাহনীর হয়ে খেললেও এবার তিনি সেই ক্লাবে না খেলার সিদ্ধান্ত নেন। দলবদলের সময় তার সঙ্গে যোগাযোগ করা ক্লাবগুলোকে তিনি বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব দেন। তবে, বেশ কিছু ক্লাবই এত টাকা দিয়ে তাকে দলে নিতে রাজি হয়নি, যার ফলে এবার তার পরিস্থিতি ছিল ভিন্ন।
সুপ্তি / টিডিএস