১৫
বিকেএসপি এবং কলাবাগান ক্রীড়া চক্র ম্যাচ দিয়ে ঘরোয়া ক্রিকেটের আম্পায়ার হিসেবে যাত্রা শুরু রেবেকা সুলতানার।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) নারী আম্পায়ার হিসেবে অভিষেক হয়েছে রেবেকার। এর আগে রিজার্ভ আম্পায়ার হিসেবে মাঠে কাজ করেছেন তিনি।
রেবেকা আম্পায়ারিংয়ের জন্য অনেক পরিশ্রম করেছেন। কোয়ালিফায়ার ম্যাচ, বয়সভিত্তিক ক্রিকেট, প্রথম বিভাগ ক্রিকেটসহ বিভিন্ন জায়গায় সফলতা অর্জন করে অবশেষে তিনি যুক্ত হয়েছেন ঘরোয়া ক্রিকেটের বড় আসরে।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নতুন প্রধান কোচ সারোয়ার ইমরানের অধীনে অনুশীলন করতে দেখা গিয়েছিল নারী দলের ক্রিকেটারদের। এরপর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয় নারীদের ঘরোয়া ক্রিকেটের বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।
ইউএ / টিডিএস