ডিজিটাল প্ল্যাটফর্মে ৬৩ প্রতিষ্ঠান ও ৮০ দেশে মোট ১৬টি ফিডে ৯টি ভাষায় খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টের সরাসরি সম্প্রচার ১২টি দেশ ও অঞ্চলে দেখা যাবে টিভিতে। তাছাড়া প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে।
টিভিতে খেলা দেখার জন্য ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু এবং কন্নড় ভাষায় সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন সমর্থকরা। ভাষাগুলো স্টার স্পোর্টস চ্যানেল এবং স্পোর্টস ১৮ তে সম্প্রচারিত হবে।
বাংলাদেশের দর্শকরা চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে। এছাড়া অনলাইনে ও টফি অ্যাপেও সরাসরি সম্প্রচার করা হবে।
এবারের চ্যাম্পিয়নস ট্রফির সম্প্রচার স্বত্ব পেয়েছে মোট ৬৩টি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে—
টিভি চ্যানেল: ১৯টি
অ্যাপস: ১৫টি
ওয়েবসাইট: ২১টি
রেডিও চ্যানেল: ৮টি
ইউএ / টিডিএস