বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৩ সালের দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
আইসিসির অ্যান্টি-করাপশন কোডের পাঁচটি বিধি লঙ্ঘনের কথা তিনি নিজে স্বীকার করেছেন। ১০ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে তার নিষেধাজ্ঞার শাস্তি কার্যকর হয়েছে।
২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের কোনো এক সদস্যকে ফিক্সিংয়ের প্রস্তাব পাঠান সোহেলি আক্তার, যেখানে বড় অঙ্কের টাকার লোভ দেখানো হয়। তবে ওই ক্রিকেটার সরাসরি আইসিসির দুর্নীতি দমন কমিশনকে বিষয়টি জানিয়ে দেয়।
দু বছর আগে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের বাইরে থাকা সোহেলি আক্তার দলের এক নারী ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেন। ওই ক্রিকেটারের সঙ্গে সোহেলির কথোপকথনের অডিও ফাঁস হলে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে তোলপাড় শুরু হয়। জানা যায়, জাতীয় দলের বাইরে থাকা সোহেলি দলের এক সদস্যকে নিয়মবহির্ভূত প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ওই ক্রিকেটার সেই প্রস্তাবে রাজি হননি।
ওই ক্রিকেটার বিষয়টি দ্রুত বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেন। এরপর টিম ম্যানেজমেন্ট বিসিবি এবং আইসিসির দুর্নীতি দমন বিভাগকে বিষয়টি জানায়। আইসিসি দুই বছর ধরে এই ঘটনাটি তদন্ত করেছে এবং সেই তদন্তের ভিত্তিতে আজ পাঁচ বছরের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
সোহেলি সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ দলের হয়ে ম্যাচ খেলেছিলেন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে দুটি টি-টোয়েন্টি এবং ১৩টি ওয়ানডে ম্যাচ রয়েছে। তিনি ১১টি উইকেট শিকার করেছেন এবং রান করেছেন ৬।
সুপ্তি / টিডিএস