১৪
বিপিএলের ফাইনালে উদ্বোধনী জুটিতে খাজা নাফি ও পারভেজ হোসেন সর্বোচ্চ ২২১ রান করে বরিশালকে মোট ১৯৫ রানের টার্গেট দিল চিটাগং কিংস।
বিপিএলের ফাইনালে চিটাগং কিংস এমন উড়ন্ত শুরু করবে, তা কজন ভেবেছিলেন? সংখ্যাটা খুব বেশি হওয়ার কথা নয়।
কিন্তু অনেককেই আজ চমকে দিয়ে মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে খাজা নাফি ও পারভেজ হোসেন উদ্বোধনী জুটিতে তুলেছেন সর্বোচ্চ যা বিপিএলের ফাইনালে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ।
বিপিএলের ফাইনালে এর আগে শতরানের কোনো উদ্বোধনী জুটি ছিল না। বরিশালের হয়ে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ ৭৬ রানের জুটি গড়েছিলেন গত বছর, যা এখন দ্বিতীয় সর্বোচ্চ।
সুপ্তি / টিডিএস