তাসকিনের রেকর্ড কি ছুঁতে পারবেন খালেদ?

স্পোর্টস ডেস্ক

কিছুদিন আগে সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে বিপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড গড়েছিলেন তাসকিন আহমেদ। এবার সেই রেকর্ডকে চ্যালেঞ্জ করতে পারবেন চট্টগ্রাম কিংসের পেসার সৈয়দ খালেদ আহমেদ।

বিপিএলের বর্তমান আসরে রাজশাহী কিংসের হয়ে ১২ ম্যাচে ২৫ উইকেট শিকার করেছেন তাসকিন। যা তাকে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে নিয়ে গেছে। এর আগে ২০১৮-১৯ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২৩ উইকেট শিকার করে সাকিব আল হাসান এই রেকর্ডটি করেছিলেন।

চলতি আসরে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২০টি করে উইকেট নিয়েছেন ফরচুন বরিশালের ফাহিম আশরাফ, রংপুর রাইডার্সের আকিফ জাভেদ ও খালেদ আহমেদ। তবে ফাহিম বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দলের সদস্য হওয়ায় বিপিএলের মাঝপথে দেশে ফিরে গেছেন। আর আকিফের রংপুর প্লে-অফ থেকে বিদায় নিয়েছে। ফলে এই দুই পেসারের আর খেলা হবে না।

তাদের অনুপস্থিতিতে খালেদ আহমেদের সামনে সুযোগ রয়েছে তাসকিনের রেকর্ড ভেঙে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার। তাসকিনের রেকর্ড স্পর্শ করতে খালেদকে অন্তত ৫ উইকেট শিকার করতে হবে আর শীর্ষে ওঠার জন্য ৬ উইকেট নিতে হবে তাকে।

সুপ্তি / টিডিএস

You may also like