টসে জিতে খুলনার বিপক্ষে ফিল্ডিংয়ে চট্রগ্রাম

স্পোর্টস ডেস্ক

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এর মানে, খুলনা টাইগার্স আগে ব্যাটিং করবে, যার নেতৃত্বে রয়েছেন মেহেদী হাসান মিরাজ।

এই ম্যাচে হারলে দলটি বিদায় নিবে। খুলনা রংপুর রাইডার্সকে হারিয়ে এই কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে, আর চিটাগং কিংস ফরচুন বরিশালের কাছে হেরে এখানে এসেছে।

আজ যে দল জয়ী হবে, তারা ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে মুখোমুখি হবে।

সুপ্তি / টিডিএস

You may also like