জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে একইদিনে মিরপুরে শুরু হচ্ছে অনুর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের অনুশীলন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) ক্যাম্পে সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি জুনিয়র ক্রিকেটাররাও অংশগ্রহণ করে মাঠে নামবেন অনুশীলনের জন্য। ক্যাম্পে প্রধান কোচ নাভিদ নেওয়াজ বিশেষ গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটারদের স্কিল উন্নতির দিকে।
প্রথম বিভাগ ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকা যুবা ক্রিকেটারদের নিয়েই শুরু হবে ক্যাম্প। এখানে ১০ থেকে ১৫ জন ক্রিকেটার অংশগ্রহণ করবেন। পুরো ক্যাম্পটি ৮ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর ক্রিকেটাররা যোগ দেবেন ইয়ুথ ক্রিকেট লিগ (ওয়াইসিএলে)।
জানা গিয়েছে ,ওয়াইসিএল শেষেই যুবা ক্রিকেটারদের সফর রয়েছে শ্রীলঙ্কাতে এবং তার দিনক্ষণ প্রায় নিশ্চিত। সবকিছু ঠিক থাকলে ২১ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত এই সফরের সূচি থাকবে। সফরে ৬টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যুবাদের। সঙ্গে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচও রাখা হয়েছে।
ইউএ / টিডিএস