বিপিএল ফাইনালের আগেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হচ্ছে আরাফাত সানির।
শনিবার (১ ফেব্রুয়ারি) ম্যাচটিতে বড় ব্যবধানে জয়লাভ করে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নেয় চিটাগং। এই দলের হয়ে আরাফাত সানি ৪ ওভার বল করে ৪১ রান দেন এবং ১টি উইকেট শিকার করেন। সেদিনই এই স্পিনারের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন মাঠে থাকা আম্পায়াররা।
সাধারণত বোলিং অ্যাকশন সন্দেহ প্রকাশ হলে ৭ দিনের মধ্যে পরীক্ষা দিতে হয়। এই সময়ের মধ্যে ম্যাচ খেলতে কোনো বাধা থাকে না। তিনি পরবর্তী ম্যাচ খুলনার বিপক্ষে কোয়ালিফায়ারে খেলতে পারবেন। এরপরই তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পরীক্ষা দেবেন তিনি।
২০১৫ সালেও বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশে এই পরীক্ষার সামনাসামনি হতে হয়েছে তাঁকে।
বিপিএল আসরে ৯ ইনিংসে বল করে ২৪৯ রান খরচায় ১০ উইকেট নিয়েছেন আরাফাত সানি। প্রতি ২৪.৯০ রানে তিনি ১টি করে উইকেট পেয়েছেন এবং ওভারপ্রতি ৮ এর বেশি রান দিয়েছেন।
ইউএ / টিডিএস