বাংলাদেশ ছাড়ার আগে ফেসবুকে বার্লের পোস্ট

স্পোর্টস ডেস্ক

তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ ছেড়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল। বিপিএলে তিনি খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে । অলরাউন্ডার হিসেবে তিনি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেছিলেন।

দুর্বার রাজশাহীকেও তিনি প্লে-অফের কাছে নিয়ে গিয়েছিলেন। তবে মাঠের বাইরের কিছু সমস্যায় দলের অন্য সদস্যদের মতো বার্লকেও ভুগতে হয়েছে। শেষ পর্যন্ত দুর্বার রাজশাহী বিদায় নিলেও, রায়ান বার্লের দেশে ফিরে যাওয়ার বিষয়টি ছিল অনিশ্চিত।

ঢাকা পোস্টসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর, বার্ল ইথিওপিয়ান এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। বিদায়ের সময় তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং লেখেন, গত ৫ সপ্তাহ তার জন্য একেবারেই ভুলে যাওয়ার মতো নয়।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘নিশ্চিতভাবেই এই ভ্রমণটি ভোলার মতো না। বাংলাদেশে বিগত ৫ সপ্তাহ ধরে সমর্থন জুগিয়ে যাওয়ায় সকল ভক্ত আর বন্ধুদের আমি ধন্যবাদ জানাই।’

চলতি বিপিএল আসরে দুর্বার রাজশাহী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রায়ান বার্ল। ১০ ইনিংসে ১টি ফিফটির সাহায্যে ২৯৩ রান করেছেন, আর বল হাতে নিয়েছেন ৭ উইকেট। মাঝে একটি বেতন ইস্যু নিয়ে ম্যাচ বর্জন করলেও, পুরো সময়টাই তিনি দলের সঙ্গে ছিলেন।

সুপ্তি / টিডিএস

You may also like