ফ্র্যাঞ্চাইজি মালিক শফিকুর রহমানকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সোমবার(৩ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।
বিপিএলে একের পর এক বিতর্কের সৃষ্টি করেছে দুর্বার রাজশাহী। টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের বেতনের ২৫ শতাংশ দেওয়ার কথা থাকলেও দুই সপ্তাহ পরও টাকা না পাওয়ায় রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলন বয়কট করেন। ক্রিকেটারদের হোটেল থেকে বাড়ি পাঠানো, বিদেশি ক্রিকেটারদের ফেরার বিমান টিকিট না দেওয়া, টিম বাসের খরচ না দেওয়া—এমন অভিযোগের অন্ত ছিল না।
উপদেষ্টা মহোদয়কে ২ ফেব্রুয়ারির মধ্যে দলের ৫০ শতাংশ পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবে পরিপালিত হয়নি। গণমাধ্যমে উঠে এসেছে বিভিন্ন অনিয়মের অভিযোগ।এইসব ঘটনায় শুধু বিপিএলই নয় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল। বিশ্ব ক্রিকেটার অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী এর বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
ফ্র্যাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে মামলা করার খবর বিভিন্ন মাধ্যমে পৌঁছালে দেশের ভাবমূর্তি রক্ষায় বিষয়টি আরো গুরুত্ব সহকারে তদন্ত করতে মন্ত্রণালয় বাধ্য হয়। এছাড়াও ফ্র্যাঞ্চাইজি মালিক পালিয়ে যাওয়ার গুঞ্জন শোনা গেলে সরকার হস্তক্ষেপ করতে বাধ্য হয়।
এমতাবস্থায় দলটির এমন টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সকলের পাওনা বুঝিয়ে দিতে সংকট নিরসনে সমাধান জানতে চাইলে, নিজের দোষ স্বীকার করে নিয়ে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি ২০২৫ তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি। অন্যথায় তার বিরুদ্ধে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে মর্মে জানিয়েছেন তিনি।
বিপিএলে নানা অনিয়মের আদ্যোপান্ত অনুসন্ধানে কাজ করছে একটি সত্যানুসন্ধান কমিটি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য।
ইউএ / টিডিএস