তৃতীয় দল হিসেবে প্লে অফে খুলনা

স্পোর্টস ডেস্ক

ঢাকাকে হারিয়ে প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। তাদের এই জয়ে প্লে অফে ওঠার পথ শেষ হল দুর্বার রাজশাহীরও। তাই বলা চলে ২০২৫- এর বিপিএল ঢাকা ও রাজশাহীর জন্য এখানেই শেষ হচ্ছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) মিরপুরে অনুষ্ঠিত খেলায় ঢাকাকে হারিয়ে প্লে অফে তৃতীয় দল হিসেবে উঠেছে খুলনা।

৬ উইকেটের জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল খুলনা। সমান ১২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দুর্বার রাজশাহীও। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় শেষ চারের টিকিট পেয়েছে খুলনা। এলিমিনেটরে টাইগার্সদের প্রতিপক্ষ হতে পারে রংপুর রাইডার্স অথবা চিটাগাং কিংস।

মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে ঢাকা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ৫৮ রান করেন তানজিদ তামিম। জবাবে খেলতে নেমে খুলনা ১৬ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে সহজ জয় লাভ করে।

১২৪ রানের লক্ষ্য তাড়ায় খুলনা শুরুতেই নাঈম শেখকে হারায়। ইনফর্ম এই ব্যাটার এদিন ২ বল খেলে ডাক আউট হন। আফিফ হোসেনও সুবিধা করতে পারেননি। তিনে নেমে রান খাতা খুলার আগেই সাজঘরে ফিরেছেন তিনি।

১৪ রানে ২ উইকেট হারিয়ে যখন খুলনা ধুঁকছে তখন দলের হাল ধরেন মিরাজ। অ্যলেক্স রসকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৬৮ রান তুলে খুলনা জয়ের ভিত পায়। রস ২২ রান করে বিদায় নিলেও মিরাজ এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত ব্যাটিং করে দলকে জয় এনে দেন।

ইউএ / টিডিএস

You may also like