হুঁশিয়ারি দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ

স্পোর্টস ডেস্ক

বিসিবি সভাপতি ফিক্সিংয়ের ব্যাপারে কঠোর শাস্তির হুমকি দিয়ে বলেছেন, যদি কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয় তবে তার জীবন কঠিন করে তোলা হবে।

নানা বিতর্কে জর্জরিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান একাদশ আসর। যেখানে সন্দেহজনক পারফরম্যান্সের গুঞ্জনও শোনা যাচ্ছে। বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে এবং তাদের অ্যান্টি করাপশন ইউনিট তদন্ত শুরু করেছে।

ফিক্সিংয়ের সন্দেহ ক্রিকেটীয় স্পিরিটকে নতুনভাবে প্রশ্নের মুখে ফেলেছে। মোট আটটি ম্যাচে স্পট ফিক্সিং বা ম্যাচ ফিক্সিং হতে পারে বলে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। বিপিএলের মধ্যে চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা ১০ ক্রিকেটার নজরদারিতে রয়েছেন। যাদের মধ্যে ৬ জন বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। বাকি চারজনের মধ্যে দুজন করে আছেন স্থানীয় অনিভিষিক্ত এবং বিদেশি ক্রিকেটার।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, গণমাধ্যম এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে বিসিবির দুর্নীতিবিরোধী সংস্থা অ্যাকু আগেই তদন্ত শুরু করেছে।

তদন্ত চলমান থাকায় এই মুহূর্তে ফিক্সিং ইস্যুতে মন্তব্য করতে অনাগ্রহ দেখিয়ে ফারুক বলেছেন, ‘তদন্ত এখনও চলমান থাকায় আমাদের কিছু প্রোটোকল মেনে চলতে হয়। সে কারণে আমি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে পারব না। যেসব ম্যাচ নিয়ে অভিযোগ উঠেছে সেসব আমাদের নজরে আছে এবং সেসব নিয়ে তদন্ত হচ্ছে।’

কঠিন শাস্তির হুমকি দিয়ে তিনি আরও বলেন, ‘যদি তদন্তে কোনো কিছু (প্রমাণ) বেরিয়ে আসে, এরপর যে কঠিন শাস্তি দেওয়া হবে সবাই জানেন। আমি যদি সেরকম কিছু পাই, তাদের জীবন কঠিন করে তুলব, আমি কারও অপরাধের ছাড় দেবো না। সিদ্ধান্ত একটাই আসবে এবং সেটি সবার জন্যই প্রযোজ্য হবে। সেটি হবে দৃষ্টান্তমূলক।’

ইউএ / টিডিএস

You may also like