৩২
মনের মতো শট খেলতে চাইলেও বল মিরাজের পায়ে আঘাত করে স্ট্যাম্প ভেঙে দেয়। উঠে দাঁড়াতে চেয়েও ব্যাথায় বসে পড়েন সেখানেই। শেষ পর্যন্ত স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়তে হয়েছে এই খেলোয়াড়কে।
সোমবার (২৭ জানুয়ারি) বরিশালের বিপক্ষে মিরাজের ১৮ বলে ২৯ রানের ইনিংস শেষ হয়ে যায়। আঘাতের পর উঠে দাঁড়াতে পারছিলেন না মিরাজ। মাঠে তামিম ইকবাল, এবাদত সবাই দ্রুত এগিয়ে এসে সহায়তা করেন। ফিজিওকে ডেকেও মিরাজকে সুস্থ করা যায়নি। এটি একটি দুর্ভাগ্যজনক মুহূর্ত।
মিরাজ এবং নাইম শেখের উদ্বোধনী জুটি বরিশালের বিপক্ষে খুলনার জন্য দারুণ সূচনা এনে দেয়। পাওয়ারপ্লে শেষে খুলনার স্কোরবোর্ডে ছিল ৫৬ রান। মিরাজের আগ্রাসী ব্যাটিং এবং নাইমের দৃঢ়তা খুলনাকে একটি ভালো শুরু দিয়েছে। যদিও পরে মিরাজের চোট সেই জুটির সমাপ্তি টানে।
ইউএ / টিডিএ