প্রথম সেশনটা মোটামুটি ভালোই কাটিয়েছিল বাংলাদেশ। ৩২ রানে দুই ওপেনারকে হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের দৃঢ়তায় লাঞ্চ বিরতিতে যায় টাইগাররা ৮৪ রানে দুই উইকেট হারিয়ে। তবে দ্বিতীয় সেশনে দৃশ্যপট পাল্টে যায়। বৃষ্টির কারণে কিছুটা দেরিতে শুরু হওয়া সেশনে ছন্দ হারায় টাইগার ব্যাটিং। জিম্বাবুয়ের বোলারদের দারুণ বোলিংয়ের সামনে লড়াইটাই জমাতে পারেনি স্বাগতিকরা।
দ্বিতীয় সেশনে ২৬ ওভার ব্যাট করে মাত্র ৭০ রান তুলতেই ৪টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ১৫৪ রানে ৭ উইকেট হারিয়ে চা-বিরতিতে গেছে টাইগাররা।
শান্ত-মুমিনুলের ৬৬ রানের জুটি ভাঙে অধিনায়ক শান্তর বিদায়ে যিনি আউট হন ব্যক্তিগত ৪০ রানে। এরপর উইকেটে এসেও বড় কিছু করতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম—মাত্র ৪ রান করেই ফেরেন প্যাভিলিয়নে। মুমিনুল অবশ্য এক প্রান্ত ধরে রেখে তুলে নেন ক্যারিয়ারের ২২তম অর্ধশতক। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও। ওয়েলিংটন মাসাকাদজার বলে মিড উইকেটে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান তিনি।
মিরাজের কাছে আশা ছিল বড় জুটি গড়ার কিন্তু তিনিও হতাশ করেছেন। ব্লেসিং মুজারাবানির শর্ট বল খেলতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভসে ক্যাচ দিয়ে ১ রানেই আউট হন।
চা-বিরতির সময় অপরাজিত আছেন জাকের আলি ১০ রানে তার সঙ্গী হাসান মাহমুদ করেছেন ৩ রান।
জিম্বাবুয়ের হয়ে ওয়েলিংটন মাসাকাদজা নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন ভিক্টর নিয়াউচি ও ব্লেসিং মুজারাবানি। দ্বিতীয় সেশনে ব্যাটিং ধসে পড়ে চাপেই আছে টাইগাররা।
ইউএ / টিডিএস