ঈদের ছুটি শেষে আবারও শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এই লিগে অংশ নিয়ে জাতীয় দলের ক্রিকেটাররাও কাটাচ্ছেন ব্যস্ত সময়। তবে সামনে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশার পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে দল ১৫ এপ্রিল ঢাকায় এসে পৌঁছাবে। এরপর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে ১১ এপ্রিল থেকে, সিলেটে অনুশীলন ক্যাম্পের মাধ্যমে। এই ক্যাম্পে অংশ নেবেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে থাকা খেলোয়াড়রা। যদিও এখনো সিরিজের জন্য দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডিপিএলে ১০ এপ্রিল পর্যন্ত ম্যাচ খেলে এরপরই জাতীয় দলের ক্রিকেটাররা ক্যাম্পে যোগ দেবেন।
২০২৪ সালে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার পরিকল্পনা থাকলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় তখন কেবল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। এবার সেই বাকি থাকা টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে।
সবশেষ বাংলাদেশ টেস্ট খেলেছিল ২০২৩ সালের ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজ ১-১ এ সমতায় শেষ হলেও, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশকে ভুগতে হয়েছে—দুটি টেস্টেই হেরেছে টাইগাররা। তার আগে ভারতের মাটিতে টেস্ট সিরিজেও পরাজিত হয় দলটি।
বাংলাদেশ সর্বশেষ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে, যেখানে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানে হারায় স্বাগতিকরা। দুই দলের সর্বশেষ টেস্ট দেখা হয়েছিল ২০২১ সালে, হারারেতে—সেই ম্যাচে ২২০ রানে জয় পায় বাংলাদেশ। এখন পর্যন্ত মোট ১৮ বার টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ জিতেছে ৮টি, জিম্বাবুয়ে ৭টি ম্যাচে। রোডেশিয়ানদের সর্বশেষ জয় এসেছিল ২০১৮ সালে।
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের সময়সূচি
২০ এপ্রিল-২৪ এপ্রিল প্রথম টেস্ট সিলেট
২৮ এপ্রিল-২ মে দ্বিতীয় টেস্ট চট্টগ্রাম