প্রাইম ব্যাংকের হয়ে মাঠে নামা নাইম শেখ হাতছাড়া করেছেন দুর্দান্ত এক রেকর্ড।

রবিবার (৯ মার্চ) শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ওপেনিংয়ে নামা নাঈম শেখ ইনিংসের শুরুটা করেন একটি চার দিয়ে। এরপর চার-ছক্কার মিশেলে ৩৮ বলেই তুলে নেন ফিফটি। অপরপ্রান্তে ব্যাটারদের সাজঘরে ফেরার পরও কিছুটা সাবধানে খেলে লম্বা ইনিংস চালিয়ে যান নাঈম। এতে তিনি ৮২ বলেই লিস্ট এ ক্রিকেটে নিজের নবম শতক পূর্ণ করেন।

এতোদিন লিস্ট এ ক্রিকেটে দেড় শতক করার রেকর্ড না থাকলেও আজ রবিবার নাঈম শেখ সেটি মাত্র ১০৬ বলেই অর্জন করেন। এরপর ডাবল সেঞ্চুরির দিকে ছুটে গেলেও ১৯ বল পরেই অলক কাপালির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাঈম। ফেরার আগে ১২৫ বল মোকাবেলা করে ১৮টি চার ও ৮টি ছক্কায় ১৭৬ রান করেন তিনি। একটুর জন্য সৌম্য সরকারের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির রেকর্ড হাতছাড়া হয় নাঈমের।

ডিপিএল ২০১৯ মৌসুমে সাভারে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সৌম্য সরকার। সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটে করা একমাত্র ডাবল সেঞ্চুরি। এই ফরম্যাটে সর্বোচ্চ রানের তালিকায় সৌম্যর পরেই আছেন রাকিবুল হাসান। যিনি ২০১৭ সালে মোহামেডানের হয়ে ১৯০ রান করেছিলেন। তালিকার তিন নম্বরে আছেন প্রাইম ব্যাংকের হয়ে ১৮৪ রান করা এনামুল হক। চারে রয়েছেন একই ক্লাবের হয়ে ২০২২ সালে ১৮২ রান করা মুমিনুল হক। আর এ মৌসুমে ১৭৬ রান করে পঞ্চম স্থানে রয়েছেন প্রাইম ব্যাংকের নাঈম শেখ।

ইউএ / টিডিএস

You may also like