সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি। বাংলাদেশের একমাত্র গোলটি করেছেন অধিনায়ক আফিদা খন্দকার।
শুরুর দিকেই দুই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। অষ্টাদশ মিনিটে এলিজাবেথ ফরশ এবং ২৮তম মিনিটে জর্জিয়া গিবসন পোস্টের নিচে থাকা ইয়ারজান বেগমকে পরাস্ত করেন। বয়সভিত্তিক পর্যায়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো এই গোলকিপার এদিন পারেননি দলের ত্রাতা হতে।
সাবিনা খাতুনের অনুপস্থিতিতে এই সফরে অধিনায়কের আর্মব্যান্ড ওঠে আফঈদা খন্দকারের বাহুতে। ৩৫তম মিনিটে তার সফল স্পট কিকে স্কোরলাইন ২-১ করে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে পারেনি বাটলারের দল। বরং এ অর্ধে আরও এক গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। নিজের দ্বিতীয় গোলটি করেন স্বাগতিক দলের ফরোয়ার্ড জর্জিয়া গিবসন।
আমিরাতের হয়ে জোড়া গোল করেন জর্জিয়া গিবসন, একটি গোল করেন এলিজাবেথ ফরশ। ২ মার্চ একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে স্বপ্না-সুরভীরা।
ইউএ / টিডিএস