বাংলাদেশ এইচপি দলে জায়গা পাচ্ছেন যারা

স্পোর্টস ডেস্ক

আগামী মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা হাই পারফরম্যান্স (এইচপি) দল। এই সফরের আগে নিজেদের প্রস্তুতি সারছে বাংলাদেশ এইচপি দলও। এরই মধ্যে সব বিভাগে কোচ নিয়োগ সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এইচপি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডেভিড হেম্প। পেস বোলিং কোচ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কলি কলিমোর। ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালেহ। স্পিন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক স্পিনার আরশাদ খানকে।

সোমবার (২৮ এপ্রিল) বিসিবি কার্যালয়ে এইচপি দলের কোচিং স্টাফদের নিয়ে অনুষ্ঠিত হয় একটি বৈঠক। এতে অংশ নেন দলের সব কোচ ও এইচপি চেয়ারম্যান মাহবুবুল আনাম। বৈঠক শেষে তিনি জানান আসন্ন সিরিজের জন্য খুব শিগগিরই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে।

আগামী ৪ মে শুরু হবে এইচপি দলের অনুশীলন ক্যাম্প। এই ক্যাম্পে থাকবেন শুধু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য নির্বাচিত ক্রিকেটাররাই।

গেল বছরের এইচপি স্কোয়াড থেকে কয়েকজনকে আবারও দেখা যেতে পারে দলে। আলোচনায় আছেন তরুণ অলরাউন্ডার তোফায়েল আহমেদ যিনি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে নির্বাচকদের নজরে এসেছেন।

চলমান ডিপিএলে নজর কাড়া পারফরম্যান্স করা কয়েকজনেরও থাকার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আছেন মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, এবং মাহফিজুল ইসলাম রবিন। রবিন ইতোমধ্যেই ব্রাদার্স ইউনিয়নের হয়ে করেছেন ৫১২ রান।

স্পিন বিভাগে সম্ভাব্য নামগুলোর মধ্যে রয়েছেন খুলনার অফস্পিনার পারভেজ জীবন যিনি ডিপিএলে নিয়েছেন ১৯ উইকেট এবং লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকী যিনি নিজের বোলিং দিয়ে দারুণ ছাপ ফেলেছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজ শেষে সংক্ষিপ্ত বিরতিতে যাবেন এইচপি ক্রিকেটাররা। ঈদুল আযহার পর ১০ জুন শুরু হবে বছরের মূল এইচপি ক্যাম্প। যেখানে প্রায় ২৫ জন ক্রিকেটার জায়গা পেতে পারেন বলে জানিয়েছেন মাহবুবুল আনাম। ক্যাম্পের মাধ্যমে পুরো বছরই চলবে এইচপির কার্যক্রম।

ইউএ / টিডিএস

You may also like