দ্রুততম মানবী শিরিন যাচ্ছেন এশিয়ানে

স্পোর্টস ডেস্ক

দেড় যুগ পর আয়োজিত হওয়ার কথা ছিল সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কিন্তু তা হঠাৎ করেই স্থগিত হয়েছে। ফলে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ক্যাম্প বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। আজ থেকেই অ্যাথলেটরা নিজ নিজ সংস্থায় ফিরে যাচ্ছেন।

এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘সাফ অ্যাথলেটিক্স থেকে প্রথমে এক মাস খেলা পেছানোর বিষয়টি জানানো হয়। আমরা অনুরোধ করেছিলাম ১-২ সপ্তাহের বেশি যেন না পেছায়। পরবর্তীতে চ্যাম্পিয়নশীপের স্বাগতিক ভারত অ্যাথলেটিক্স ফেডারেশন জানায় খেলা স্থগিতের কথা। সেটা জানার পরও আমরা কয়েকদিন অনুশীলন অব্যাহত রেখেছিলাম। এখনো কোনো খবর না আসায় আর আমাদের পক্ষে ক্যাম্প পরিচালনা করা সম্ভব নয়। তাই আজ থেকে বন্ধ করা হয়েছে।’

তবে সাফ অ্যাথলেটিক্স স্থগিত হলেও এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি অব্যাহত থাকবে। আগামী মে মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১৯ এপ্রিল জাতীয় স্টেডিয়ামে একটি ট্রায়াল অনুষ্ঠিত হয় যেখানে ইসমাইল, নাজিমুল হোসেন রনি, মাহফুজুর রহমান ও রিতু আক্তার নির্বাচিত হন। অসুস্থতার কারণে সেই দিন ট্রায়ালে অংশ নিতে পারেননি দ্রুততম মানবী শিরিন আক্তার।

তাই শিরিন ও সুমাইয়া দেওয়ানের মধ্যে নতুন করে ট্রায়ালের আয়োজন করা হয় ২৬ এপ্রিল। সেদিন শিরিন অংশ নিলেও অসুস্থতার কারণে সুমাইয়া অংশ নেননি। দুই ট্রায়ালের টাইমিং পর্যালোচনা করে ফেডারেশন শিরিনকেই মনোনীত করে।

সাধারণ সম্পাদক বলেন, ‘প্রথম ট্রায়ালে শিরিন অসুস্থ ছিল পরের ট্রায়ালে সুমাইয়া অসুস্থ। দুই জন এক সঙ্গে হলে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা ও টাইমিং পাওয়া যেত। ভিন্ন ভিন্ন হওয়ায় আমরা দুই জনের দুই ট্রায়ালের টাইমিংয়ের মধ্যে যিনি সেরা তাকে মনোনীত করেছি। এশিয়ান অ্যাথলেটিক্সের জন্য যারা মনোনীত হয়েছে তাদের ক্যাম্প চলমান থাকবে।’

যারা এশিয়ান অ্যাথলেটিক্সে অংশ নিচ্ছেন, তারা আগে সাফ অ্যাথলেটিক্স ক্যাম্পেও ছিলেন। ফলে পাঁচজন অ্যাথলেট আর্মি স্টেডিয়ামে প্রস্তুতি চালিয়ে যাবেন। তাদের সঙ্গে কোচ হিসেবে থাকবেন কিতাব আলী ও ফরিদ খান চৌধুরী। ঢাকায় ক্যাম্প করালেও চীনে দলের সঙ্গে থাকবেন ফরিদ যিনি ফেডারেশনের কমিটিতেও আছেন। সাধারণ সম্পাদক জানান, ‘তিনি অভিজ্ঞ কোচ। আমরা পর্যায়ক্রমে দক্ষ কোচদের আন্তর্জাতিক টুর্নামেন্ট বা গেমসগুলোতে প্রেরণ করব।’

এশিয়ান অ্যাথলেটিক্সে নির্বাচিত বাংলাদেশের অ্যাথলেটগণ

স্প্রিন্টার- শিরিন আক্তার, ইসমাইল
হাই জাম্প-মাহফুজুর রহমান,রিতু আক্তার
হার্ডলার-নাজিমুল হাসান রনি।

ইউএ / টিডিএস

You may also like