চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্য গেলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক

চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যের বিমান ধরলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ।

রবিবার (২৭ এপ্রিল) রাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তাসকিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তাসকিন লেখেন, ‘আমি কিছুটা গোড়ালির ব্যথায় ভুগছিলাম, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আমাকে এই সিরিজ (জিম্বাবুয়ে) থেকে বিশ্রাম দিয়েছে এবং একজন গোড়ালি বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছে। বিসিবিকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব! আমাকে আপনারা দোয়ায় রাখবেন।’

বর্তমানে তিন ফরম্যাটেই জাতীয় দলের নিয়মিত পেসার তাসকিন আহমেদ। তবে জিম্বাবুয়ে সিরিজে তাকে বিশ্রামে রাখা হয়েছে, এবং একই কারণে চট্টগ্রাম টেস্টেও তার খেলা হচ্ছে না। গোড়ালিতে ব্যথা অনুভব করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে চিকিৎসার জন্য যুক্তরাজ্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন ২৯ এপ্রিল তাসকিনের জন্য ইংল্যান্ডের এক চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। তাসকিনের সঙ্গে থাকবেন দেবাশীষও।

ইউএ / টিডিএস

You may also like