জয় দিয়ে নেপাল সফরের ইতি টেনেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল।
পাঁচ ম্যাচ সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচে বাংলাদেশ ২৮-২৩ পয়েন্টে হারিয়েছে স্বাগতিক নেপালকে। প্রথমার্ধে ৭ পয়েন্টে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় শ্রাবণী–বৃষ্টিরা। দুটি লোনা সহ দলটি সংগ্রহ করে ২১ পয়েন্ট নিশ্চিত করে সম্মানজনক একটি জয়।
পুরো সিরিজে ধাপে ধাপে উন্নতি করেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে বড় ব্যবধানে ৪১-১৮ পয়েন্টে হারলেও পরের ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করে ২৯-২২ পয়েন্টে হার মানে। তবে তৃতীয় ম্যাচে নিজেদের সেরা খেলাটা উপহার দিয়ে ২৬-২৩ পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশ। চতুর্থ ম্যাচে ছিল হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু শেষ পর্যন্ত ২১-১৭ পয়েন্টে হার মানতে হয়।
সিরিজের চতুর্থ ম্যাচে জয়ের মাধ্যমে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করে নেপাল। তবে শেষ ম্যাচ জিতে ৩-২ ব্যবধানের হারে সফর শেষ করে আত্মবিশ্বাস নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ নারী কাবাডি দল।
ভারতে আসন্ন বিশ্বকাপ কাবাডির আগে এই সিরিজ বাংলাদেশের জন্য অনেক কাজে দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ, ‘এই সিরিজে আমাদের মেয়েরা ধারাবাহিক উন্নতি করেছে। বিশ্বকাপের আগে আমাদের কাজ করার কিছু জায়গা খুঁজে পেয়েছি। কার কোথায় সমস্যা আছে সেসব নিয়ে আমরা কাজ করব। এই সিরিজ শেষে আমরা আশা করতে পারি বাংলাদেশের সামনের রাস্তা খোলা। বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের পদকের সম্ভাবনা আছে। এই সিরিজ থেকে মেয়েরা যে আত্মবিশ্বাস অর্জন করেছে তা বিশ্বকাপে কাজে দেবে। আমি মনে করি বাংলাদেশ ভালো একটা শেপে আছে। এখন নার্সিং করা দরকার।’
ইউএ / টিডিএস