বিদেশের মাটিতে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। এক মাসের ব্যবধানে এটি তার তৃতীয় আন্তর্জাতিক পদক। তবে এবারের অর্জনটি সবচেয়ে বিশেষ—মালয়েশিয়ায় অনুষ্ঠিত উন্মুক্ত সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে স্বর্ণ জিতেছেন রাফি। আন্তর্জাতিক পর্যায়ে এটি তার প্রথম স্বর্ণপদক।
রাফি ২৬.৬৮ সেকেন্ডে দৌড় শেষ করে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেন। এই পারফরম্যান্স তার ক্যারিয়ারের সেরা টাইমিং। খুশি রাফি বলেন, ‘আমার নিজের প্রিয় ইভেন্টে সেরা টাইমিং করে প্রথম আন্তর্জাতিক স্বর্ণপদক জিতেছি। খুবই ভালো লাগছে। আমি ২৫ এর ঘরে টাইমিং নিয়ে আসতে চাই। এজন্য নিবিড় অনুশীলন করছি।
এর আগে থাইল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৭.১৭ সেকেন্ডে রুপা এবং ১০০ মিটারে ৫৯.১৮ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছিলেন রাফি।
মালয়েশিয়া ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া ও ঘানাসহ প্রায় ৩০টি দেশের সাঁতারুরা অংশ নিয়েছে।
আগামী ১১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। সেখানে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন সামিউল ইসলাম রাফি ও মোসাম্মাৎ অ্যানি আক্তার।
ইউএ / টিডিএস