গত কয়েকদিন ধরেই দেশের ক্রিকেটাঙ্গনে বিভিন্ন ঘটনা নিয়ে উত্তেজনা চলছে, বিশেষ করে তাওহীদ হৃদয় ইস্যুতে বিসিবির সিদ্ধান্তহীনতা এবং পরে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসে তাকে পুনরায় এক ম্যাচ নিষিদ্ধ করার কারণে সমালোচনা হচ্ছে। এই সমালোচনার ধারা এখন অনেক দূর এগিয়ে গেছে। এবার সেই ঘটনার সূত্র ধরেই মিটিং ডেকেছেন মোহামেডানের ক্রিকেটাররা, যেখানে তামিম ইকবালসহ দলের অনেক সদস্য উপস্থিত হয়েছেন।
ঘটনার সূত্রপাত ১২ এপ্রিল, যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন তাওহীদ হৃদয়। এরপর মোহামেডান পক্ষ থেকে তার নিষেধাজ্ঞা তুলে নিতে আপিল করা হয়।
এই আপিলের ফলস্বরূপ, হৃদয়ের শাস্তি কমিয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক ম্যাচে নামিয়ে আনা হয়। তবে, এ নিয়ে কিছুটা ক্ষুব্ধ হয়ে বিসিবির চাকরি ছাড়ার জন্য চিঠি দেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা। ব্যাপক সমালোচনার পর, সিসিডিএম তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং হৃদয়কে পুনরায় শাস্তি প্রদান করে, যার ফলে তিনি আগামীকাল সুপার লিগের ম্যাচে অংশ নিতে পারবেন না।
হৃদয়ের শাস্তি কমানো এবং পুনরায় পুনর্বহাল করার সিদ্ধান্ত মেনে নিতে পারছে না মোহামেডান। তাই তামিম ইকবালের নেতৃত্বে আজ সংবাদ সম্মেলন ডেকেছে তারা, যেখানে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত আসতে পারে। তামিমের পর একে একে মাহমুদউল্লাহ রিয়াদ, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমানসহ মোহামেডানের প্রায় সব ক্রিকেটারই যোগ দিয়েছেন।