দোহায় সংবর্ধনায় চার নারী ক্রীড়াবিদ

স্পোর্টস ডেস্ক

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে গিয়েছেন চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ।

মঙ্গলবার (২২ এপ্রিল) সম্মেলনের আগে দোহার ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে কাতার ফাউন্ডেশনের নেতাদের সঙ্গে আয়োজিত এক স্বাগত সংবর্ধনায় অংশ নেন তারা।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এবারই প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের চারজন নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বিদেশ সফরে গেলেন। এই গর্বিত ক্রীড়াবিদরা হলেন—জাতীয় নারী ফুটবল দলের আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং জাতীয় নারী ক্রিকেট দলের সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুকে কিছু ছবি শেয়ার করে লেখেন, “আর্থনা সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে পোজ দিচ্ছেন আমাদের জাতীয় চার নারী ক্রীড়াবিদ।”

এর আগে স্থানীয় সময় সোমবার রাত ৯টা ৪০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা। তাদের স্বাগত জানান কাতারের প্রটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু।

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে এবারের আর্থনা সামিট। চারদিনের এই সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ড. ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

ইউএ / টিডিএস

You may also like