বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা বিমানবন্দরে নেমে হোটেলে না গিয়ে তিনি সরাসরি ময়মনসিংহের উদ্দেশে রওনা দিয়েছেন ফেডারেশন কাপ ফাইনাল দেখতে। ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যে ফাইনাল ম্যাচটি বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হবে।
২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলেই পরের দিন দেশে ফেরেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এরপর ২৭ মার্চ তিনি ছুটি কাটাতে স্পেনে যান এবং তিন সপ্তাহেরও বেশি সময় পর আজ কাজে ফিরেছেন। বাংলাদেশের ঘরোয়া ফুটবল ৮ এপ্রিল শুরু হলেও তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ, যেমন বসুন্ধরা-আবাহনী এবং মোহামেডান-বসুন্ধরা, স্টেডিয়ামে বসে দেখতে পারেননি ছুটির কারণে।
আজ সকালে ঢাকায় ফিরেই তার পরিকল্পনা ছিল হোটেলে যাওয়ার, কিন্তু রাস্তার জ্যাম এবং ম্যাচের সময় বিবেচনায় তিনি হোটেলে না গিয়ে সরাসরি ময়মনসিংহের উদ্দেশে রওনা হন। তার সঙ্গে রয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন।
১০ জুন বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ। ওই ম্যাচের প্রস্তুতির জন্য বাফুফের জাতীয় দল কমিটি আগামীকাল বিকেল ৩টায় সভা করবে। যদিও সভার আনুষ্ঠানিক আলোচ্যসূচি নেই তবে স্বাভাবিকভাবেই বাংলাদেশ-ভারত ম্যাচের পর্যালোচনা ও কোচের কার্যক্রম নিয়ে আলোচনা হবে। বিশেষ করে কোচের দল নির্বাচন নিয়ে ওঠা প্রশ্ন এবং সিলেকশন কমিটির দাবিগুলোতে গুরুত্ব দেওয়া হবে, কারণ দল নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।
ইউএ / টিডিএস