সেরা ক্রীড়াবিদ মিরাজ, দর্শকপ্রিয়র শীর্ষে ঋতুপর্ণা

স্পোর্টস ডেস্ক

মেহেদী হাসান মিরাজ বর্ষসেরা ক্রীড়াবিদ হলেও দর্শকদের ভোটে সবচেয়ে জনপ্রিয় নির্বাচিত হয়েছেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়। এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন খেলাধুলার ক্ষেত্র থেকে নির্বাচিত সেরা ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টদের সম্মাননা জানানো হয়।

‘স্পোর্টস পারসন অব দ্য ইয়ার’ পুরস্কার জয়ের দৌড়ে মিরাজ পেছনে ফেলেছেন সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও অলিম্পিক কোয়ালিফায়ার আর্চার সাগর ইসলামকে। অন্যদিকে, ‘পপুলার চয়েজ অ্যাওয়ার্ড’-এ দর্শক ভোটে এগিয়ে থেকে মিরাজ ও উদীয়মান পেসার নাহিদ রানাকে ছাড়িয়ে যান ঋতুপর্ণা।

সম্মাননা পেলেন যারা:
বর্ষসেরা ক্রীড়াবিদ: মেহেদী হাসান মিরাজ (চ্যাম্পিয়ন – ক্রিকেট)
ঋতুপর্ণা চাকমা (রানারআপ – ফুটবল)
সাগর ইসলাম (রানারআপ – আর্চারি)

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড:
ঋতুপর্ণা চাকমা (ফুটবল)
অন্যান্য বিভাগে বিজয়ীরা:
বর্ষসেরা ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ
বর্ষসেরা ফুটবলার: ঋতুপর্ণা চাকমা
বর্ষসেরা আর্চার: সাগর ইসলাম
বর্ষসেরা অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড): জহির রায়হান
উদীয়মান ক্রীড়াবিদ: নাহিদ রানা (ক্রিকেট)
বর্ষসেরা দাবাড়ু: মনন রেজা নীড়
বর্ষসেরা দলগত সাফল্য: অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল
সক্রিয় সংস্থা: যশোর শামস-উল-হুদা অ্যাকাডেমি
বর্ষসেরা কোচ: মওদুদুর রহমান শুভ (হকি)
তৃণমূল ক্রীড়াব্যক্তিত্ব: বীরসেন চাকমা (ফুটবল সংগঠক, রাঙামাটি)
বর্ষসেরা সংগঠক: মো. ইমরুল হাসান (সভাপতি, বসুন্ধরা কিংস)
বর্ষসেরা আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত
বিশেষ সম্মাননা: হামিদুল ইসলাম (২০১০ এসএ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক)

ইউএ / টিডিএস

You may also like