বাংলাদেশ নারী ফুটবলে প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের নেপথ্যের কারিগর গোলাম রব্বানী ছোটন। শুধু সিনিয়র নয়, বয়সভিত্তিক পর্যায়েও বহুবার সাফল্য এনে দিয়েছেন এই অভিজ্ঞ কোচ। আবারও সাফ টুর্নামেন্টে কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ছোটন—এইবার সাফ অনূর্ধ্ব-১৯ দল নিয়ে।
চলতি বছরের জানুয়ারিতে বাফুফের একাডেমি ও হেড অব ইয়ুথ হিসেবে আবার দায়িত্বে ফেরেন ছোটন। বর্তমানে তিনি বাফুফে এলিট একাডেমি দলের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন। আগামী ৯-১৮ মে ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে তিনি হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। আজ অনুষ্ঠিত ডেভেলপমেন্ট কমিটির সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে বর্তমানে অংশগ্রহণকারী বাফুফে একাডেমি দলের কোচিং দায়িত্ব টুর্নামেন্ট চলাকালীন অন্য কাউকে দেওয়া হবে, যিনি শিগগিরই নির্ধারিত হবেন।
সাফ অ-১৯ সামনে রেখে ১৭ এপ্রিল যশোরের শামসুল হুদা একাডেমিতে শুরু হবে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ক্যাম্প। সেখানে প্রায় ১০ দিন অনুশীলনের পর ক্যাম্প স্থানান্তরিত হবে বিকেএসপিতে, যেখানে এক সপ্তাহ ধরে কৃত্রিম টার্ফে অনুশীলন করা হবে—অরুণাচলের মাঠের মতো পরিবেশ তৈরির জন্য। জেলা শহরে বয়সভিত্তিক দলের ক্যাম্প একটি ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবেই ধরা হচ্ছে।
এই টুর্নামেন্টকে সামনে রেখে দেশের বাইরের কয়েকজন প্রবাসী ফুটবলারের আগমনও হয়েছে এবং তারাও যশোরের ক্যাম্পে অংশ নেবেন।
এ বছর শুধু সাফ অ-১৯ নয়, রয়েছে সাফ ও এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টও। সবকটি আসরের জন্য যথাযথ প্রস্তুতি এবং ভালো ফলাফলের প্রত্যাশা করছে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। উল্লেখ্য, সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট আয়োজনের আগ্রহও প্রকাশ করেছে বাংলাদেশ। এ নিয়ে আলোচনা হবে কমিটির আসন্ন বৈঠকে, যা অনুষ্ঠিত হবে আগামী রোববার।