গত মঙ্গলবার রাতে সাভারের কেপিজি হাসপাতাল থেকে তামিম ইকবালকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কয়েক দিনের মধ্যেই তাকে বাসায় নিয়ে যাওয়া হতে পারে।
আজ বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালের দুই চিকিৎসক তামিমের শারীরিক অবস্থার বিস্তারিত জানিয়ে বলেন, “তিনি সুস্থ আছেন এবং আজ সকাল ১১টায় মেডিকেল বোর্ড বসবে। বোর্ডের রিপোর্ট অনুযায়ী, আলহামদুলিল্লাহ, তামিম খুব ভালো আছেন। তিনি খাওয়া-দাওয়া করছেন এবং সবার সঙ্গে কথা বলছেন।”
চিকিৎসকরা জানান, তামিম আজ সিসিউ থেকে কেবিনে স্থানান্তরিত হবেন। “আলহামদুলিল্লাহ, আজ সিসিউ থেকে রুমে চলে যাবেন। এরপর আরও একদিন পর্যবেক্ষণে থাকবেন এবং তারপর বাসায় ফিরে যাবেন।”
তামিমের মানসিক অবস্থার উন্নতির জন্য একজন মনোবিদ নিয়োগ দেওয়া হয়েছে, যিনি তাকে কাউন্সেলিং করবেন এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় সহায়তা দেবেন।