তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা

স্পোর্টস ডেস্ক

তামিম ইকবালকে দেখতে কেপিজে হাসপাতালে গিয়েছেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা এবং মা শিরীন আক্তার।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১ টার দিকে তারা হাসপাতালে গিয়েছেন বলে কেপিজে হাসপাতাল থেকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তামিম একপ্রকার ‘মৃত্যুর মুখ’ থেকে ফিরে এসেছেন। তবে এখনো শঙ্কা পুরোপুরি কাটেনি। সাবেক এই অধিনায়ককে নিয়ে প্রার্থনায় মগ্ন গোটা দেশ, তার পরিবার, ভক্ত ও সমর্থকরা। দীর্ঘদিন দেশের প্রতিনিধিত্ব করা সতীর্থের জন্য দোয়া চেয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

সোমবার রাতে এক পোস্টে সাকিব লিখেছেন, “আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।”

তামিম ইকবালের সর্বশেষ অবস্থা জানা যায় এখন পর্যন্ত স্থিতিশীল আছে তামিমের অবস্থান। মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, এখন পর্যন্ত ভালো আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। দুপুরে কিছু পরীক্ষা করানো হবে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা বা রাতে বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে শিফট করানো হবে।

ইউএ / টিডিএস

You may also like