১৩
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন পেসার তাসকিন আহমেদ।
জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে তাসকিন বলেন, ‘এটা বোর্ডের কল, বোর্ড যাকে বিবেচনা করবে সেই করবে। দিনশেষে আমি একজন খেলোয়াড়, সবসময় এনজয় করতে চাই। নিজের সেরাটা নিংড়ে দিতে চাই দলের জন্য। বোর্ড যদি কখনো মনে করে তখন আলাদা বিষয়।’
জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তাসকিন প্রস্তুত কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বোর্ড চাইলে চেষ্টা করব ইন শা আল্লাহ।’
‘আল্লার রহমত, ফ্যামিলির দোয়া, উনাদের সাপোর্ট সব মিলিয়ে আসলে একটু একটু করে বেড়ে উঠছি। নিজের জায়গা থেকে তো সবসময় উন্নতির চেষ্টা করছি। তাদের ভালোবাসা, দোয়া, রহমত এগুলো থেকে নিজেরও মন চায় যাতে দেশের জন্য ভালো কিছু করতে পারি।’
ইউএ / টিডিএস