বাংলাদেশের অনুশীলনে প্রথমবার দেখা দিলেন হামজা

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তব হতে চলেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরি এখন বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে খেলবেন। এরই মধ্যে আজ প্রথমবারের মতো বাংলাদেশ দলের সঙ্গে কিংস অ্যারেনায় অনুশীলন করেছেন তিনি।

হামজার প্রথম অনুশীলন সেশনকে ঘিরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ নজর দিয়েছে। বাফুফে অধিভুক্ত ক্লাব এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল, যারা হামজার অনুশীলন দেখতে উপস্থিত হয়েছিলেন।

হামজার প্রথম অনুশীলনে গণমাধ্যমের আগ্রহও ছিল ব্যাপক। তবে, হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা পুরো অনুশীলন সেশন মিডিয়ার সামনে দেখাতে রাজি হননি। মিডিয়া উপস্থিত থাকলেও প্রথম ১৫ মিনিট সাধারণ রানিং ও বল পাসিংয়ের পর, হামজাকে সতীর্থদের সঙ্গে আরও প্রাণবন্তভাবে খেলতে দেখা যায়।

মিডিয়া সেশন শেষে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা মূল গেম প্ল্যান নিয়ে কাজ শুরু করেন। পজিশন ভিত্তিক ব্লকিং এবং কম্বিনেশন নিয়ে বিস্তারিত কাজের পাশাপাশি, দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা অনুশীলন এখন হামজার সাথে সমন্বয় করার দিকে এগোবে।

আগামীকাল সকাল ৯টায় বাংলাদেশ দল কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বে। কলকাতা থেকে বিকেলে শিলং পৌঁছানোর পর ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের আগে ২১-২৪ তারিখ অনুশীলন করার সুযোগ পাবে বাংলাদেশ দল।

আজকের অনুশীলনে উপস্থিত ছিল হাজারো দর্শক, যারা ‘হামজা-হামজা’ স্লোগান দিয়ে তাকে উৎসাহিত করেছেন। তবে, কিছু সমর্থক ‘ফাহমিদুল-ফাহমিদুল’ স্লোগানও দিয়েছেন। ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে স্কোয়াডে না নেওয়ায় সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই বিষয়টি ক্রীড়া উপদেষ্টা পর্যন্ত গড়িয়েছে।

ফাহমিদুলকে নিয়ে সমর্থকদের উত্তেজনা এবং বিতর্কের মধ্যে, ফেডারেশন জানিয়ে দিয়েছে যে ভারতের বিপক্ষে ম্যাচে তাকে খেলানো সম্ভব নয়, তবে পরবর্তী ম্যাচগুলোর জন্য তাকে বিবেচনা করা হবে। সমর্থকদের কিছুটা শান্ত করার চেষ্টা হলেও, জাতীয় দলের নির্বাচন ও সিন্ডিকেট নিয়ে বিতর্ক অব্যাহত থাকবে।

You may also like