বাংলাদেশে এসে পৌঁছালেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের জার্সিতে খেলার জন্য হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে এসে পৌঁছেছেন।

সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে এগারোটায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা এই ফুটবলার। গতকাল বাংলাদেশ সময় দিবাগত রাত দু’টায় বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইটে রওনা হয়েছিলেন হামজা।

হামজা চৌধুরী ও তার পরিবারকে বরণ করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাফুফের সাতজন নির্বাহী সদস্য উপস্থিত রয়েছেন। গতকাল চার সদস্য— শাহীন, হিল্টন, গাউস ও ইকবালের সঙ্গে আজ আরও তিনজন, রুপু, সবুজ ও মঞ্জু, যোগ দিয়েছেন।

ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই বাফুফে কর্মকর্তারা হামজাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন। তাদের সঙ্গে রয়েছেন হামজার বাবা, মোরশেদ দেওয়ান চৌধুরী।

হামজাকে এক নজর দেখার জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছে অসংখ্য সমর্থক। কেউ ব্যানার হাতে দাঁড়িয়ে, কেউবা খালি হাতেই অপেক্ষায় প্রিয় তারকাকে স্বচক্ষে দেখার জন্য। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন— এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে গণমাধ্যমকর্মীরাও ভিড় করেছেন বিমানবন্দরে।

এর আগেও হামজা বাংলাদেশে এসেছেন, তবে এবারের সফর বিশেষ। প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হিসেবে দেশে পা রাখছেন তিনি। স্মরণীয় এই যাত্রায় তার সঙ্গে রয়েছেন মা, স্ত্রী ও সন্তানরা।

ইউএ / টিডিএস

You may also like