বাংলাদেশের হকির ঐতিহ্যগত স্থান হিসেবে পরিচিত পুরান ঢাকার আরমানিটোলা স্কুল। এখান থেকেই প্রজন্মের পর প্রজন্ম হকি খেলোয়াড় উঠে এসেছে। দীর্ঘ সময় ধরে সাবেক খেলোয়াড় মো. ফজলু আরমানিটোলা বিদ্যালয়ে হকি শেখাতেন, যিনি ক্রীড়াঙ্গনে ‘ফজলু ওস্তাদ’ নামে পরিচিত ছিলেন। যদিও ফজলু ওস্তাদ সম্প্রতি প্রয়াত হয়েছেন, তার গড়া ফজলু একাডেমি এখনো আরমানিটোলা স্কুলে চালু রয়েছে।
রমজান মাসে আরমানিটোলা স্কুলে ফজলু একাডেমির খেলোয়াড়দের নিয়ে আয়োজন করা হয় রামাদান কাপ। এতে অংশ নেয় পাঁচটি দল। আজকের ফাইনালে, ওস্তাদ ফজলু ওরেঞ্জ দল ৮-৪ গোলে ওস্তাদ ফজলু ব্ল্যাক দলকে পরাজিত করে। ফাইনাল শেষে সাবেক তারকা খেলোয়াড় কামরুল ইসলাম কিসমত খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন আরেক সাবেক তারকা খেলোয়াড় ও কোচ জামাল হায়দার, হকি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই প্রতিযোগিতার সার্বিক সমন্বয় করেন আন্তর্জাতিক আম্পায়ার সেলিম লাকী।
এছাড়া, হকি ফেডারেশন বর্তমানে মহিলা হকি টুর্নামেন্টও পরিচালনা করছে। আজ ব্র্যাক ব্যাংক মহিলা ডেভেলপমেন্ট কাপ হকি প্রতিযোগিতায় মওলানা ভাসানী স্টেডিয়ামে দিনাজপুর ২-০ গোলে পটুয়াখালীকে পরাজিত করে, একই ভেন্যুতে আরেক ম্যাচে যশোর ৬-০ গোলে চট্টগ্রামকে হারায়। বাংলাদেশ বিমান বাহিনীর হকি গ্রাউন্ডে কিশোরগঞ্জ ৫-১ গোলে ঠাকুরগাঁওকে পরাজিত করে এবং একই ভেন্যুতে বিকেএসপি ১৮-০ গোলে রংপুর জেলাকে হারায়।