দাবা বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে তাহসিন

স্পোর্টস ডেস্ক

শ্রীলংকার কলম্বো শহরে অনুষ্ঠিত বিশ্বকাপ দাবা এবং বিশ্ব মহিলা কাপ দাবার কোয়ালিফায়িং এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন গ্রুপের ষষ্ঠ রাউন্ড শেষে বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৬টি খেলায় ৫ পয়েন্ট সংগ্রহ করে এককভাবে শীর্ষস্থানে রয়েছেন।

বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন এবং শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান, আন্তর্জাতিক মাস্টার জি এম এইচ তিলকরত্নে ও লিয়ানাগে পেসান্দু রাশমিথা সাড়ে চার পয়েন্ট করে অর্জন করে দ্বিতীয় স্থানে রয়েছেন। ওপেন গ্রুপে ফিদে মাস্টার সাকলাইন মোস্তাফা সাজিদ সাড়ে তিন পয়েন্ট পেয়েছেন।

আজ (শনিবার) বিকেলে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার জি এম এইচ তিলকরত্নের সঙ্গে এবং আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার লিয়ানাগে রানিনদু দিলশানের সঙ্গে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় শ্রীলংকার ভিরাসাকেরা দিশাল নিমসারাকে এবং ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন শ্রীলংকার গানিপোলা থুসানু ইয়াসমিথকে পরাজিত করেন। অন্যদিকে, ফিদে মাস্টার সাকলাইন মোস্তাফা সাজিদ শ্রীলংকার লিয়ানাগে পেসান্দু রাশমিথার কাছে হেরে যান।

মহিলা বিভাগের ষষ্ঠ রাউন্ড শেষে শ্রীলংকার মহিলা আন্তর্জাতিক মাস্টার গুনাবর্ধনা দিভিদিয়া ওশিনি ৬টি খেলায় ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ, শ্রীলংকার মহিলা ক্যান্ডিডেট মাস্টার সানুদুলা কে এম দাহামদি ও রত্নায়েকে দুলিনমা হেমালনি সাড়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। ষষ্ঠ রাউন্ড শেষে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ৪ পয়েন্ট নিয়ে অন্য তিনজনের সঙ্গে তৃতীয় স্থানে রয়েছেন। মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ৩ পয়েন্ট সংগ্রহ করেছেন।

মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ শ্রীলংকার মহিলা ক্যান্ডিডেট মাস্টার নিউয়ানসা ইসানদির সঙ্গে ড্র করেন। মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ শ্রীলংকার মহিলা ক্যান্ডিডেট মাস্টার জয়াসুন্দরা থেরুনিকে পরাজিত করেন, এবং মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম শ্রীলংকার মহিলা ক্যান্ডিডেট মাস্টার জি পি ওয়াই বিজয়সুরিয়ার সঙ্গে ড্র করেন।

You may also like