জুনিয়র ডেভিস কাপ টেনিসে স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।
শুক্রবার (১৪ মার্চ) মালয়েশিয়ায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ০-২ ব্যবধানে হেরেছে সিঙ্গাপুরের বিপক্ষে। কাব্য গায়েন ২-৬, ১-৬ গেমে এলিয়েনের বিপক্ষে হারেন। আরেক একক ইভেন্টে তানভীর তুষার ১-৬, ৪-৬ গেমে হেরেছেন লুকের কাছে। দুই একক খেলায় হারায় দ্বৈত’র আর প্রয়োজন হয়নি।
বাংলাদেশ জুনিয়র ডেভিস কাপের অভিযান শেষ করল স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে পরাজয়ের মাধ্যমে। এর আগের দিন কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরে গিয়েছিল দলটি। তবে গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স করে দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টারে জায়গা করে নেয় বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ে জুনিয়র পুরুষ দল টেনিসে ভালো পারফরম্যান্স করছে। বিশ্ব জুনিয়র টেনিসের এশিয়ান অঞ্চলের প্রাক-বাছাইয়ে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছিল। বাহরাইনে সেই সাফল্যের পরই মালয়েশিয়ায় অনুষ্ঠিত জুনিয়র ডেভিস কাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল দলটি।
ইউএ / টিডিএস