শ্রীলংকার কলম্বোয় অনুষ্ঠিত বিশ্বকাপ দাবা এবং বিশ্বকাপ মহিলা কাপ দাবার কোয়ালিফাইং এশিয়ান জোনাল ৩.২ চ্যাম্পিয়নশিপের ওপেন গ্রুপের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় রাউন্ড শেষে বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, জাতীয় রানার-আপ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার জি এম এইচ তিলকরত্নে, বিজেরত্নে ভিনুকা দিহাইন এবং মালদ্বীপের ফিদে মাস্টার মোহাম্মদ সুয়াও ২ পয়েন্ট করে সংগ্রহ করে শীর্ষে রয়েছেন।
ওপেন গ্রুপে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, অমিত ব্রিকম রায় ও তানভীর আলম ১ পয়েন্ট করে পেয়েছেন। মহিলা বিভাগের দ্বিতীয় রাউন্ড শেষে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ২ খেলায় পূর্ণ ২ পয়েন্ট নিয়ে শ্রীলংকার ৩ খেলোয়াড়ের সঙ্গে শীর্ষে রয়েছেন। মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ২ খেলায় ১.৫ পয়েন্ট করে পেয়েছেন।
মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় শ্রীলংকার বিক্রমাসিঙ্গে ভিনুদা ভিদমকে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান শ্রীলংকার শিবাথানুজানকে, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া শ্রীলংকার ক্যান্ডিডেট মাস্টার কামরাসিঙ্গেকে, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান শ্রীলংকার সামারানায়েক পমোক মেথদিনুকে, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ শ্রীলংকার জানুকশানকে, তানভীর আলম শ্রীলংকার সানভিরু দুলনিথকে পরাজিত করেন।
অমিত বিক্রম রায় শ্রীলংকার শাতসিন্ধু নিরার সঙ্গে ড্র করেন। মহিলা বিভাগে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ভুটানের ইয়েসহে লানদেনকে, মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ শ্রীলংকার সুদর্শান মিথুরাকে এবং আসিয়া সুলতানা পাকিস্তানের মহিলা ক্যান্ডিডেট মাস্টার জেনোবিয়া ওয়াসেফকে পরাজিত করেন।