শুরু হলো নারী হকি টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক

নারী হকির উন্নয়নে ডেভেলপমেন্ট কাপ হকির আয়োজন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

মঙ্গলবার (১১ মার্চ) থেকে শুরু হয়েছে সেই টুর্নামেন্ট। বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন কমিটি নারী হকিতে জোর দিয়েছে।

বাংলাদেশ বিমানবাহিনী ভেন্যুতে প্রথম ম্যাচে ঠাকুরগাঁও ১৪-০ গোলে রংপুরকে পরাজিত করে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে বিকেএসপি ১৫-০ ব্যবধানে কিশোরগঞ্জকে হারায়। এদিকে, মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় ঝিনাইদহ জেলা ১৫-০ গোলে কুমিল্লাকে পরাজিত করে। ১১ দলের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহীন ইকবাল।

নারী হকি টুর্নামেন্টের পাশাপাশি পুরুষ দলও প্রস্তুতিতে ব্যস্ত। এশিয়ান কাপ হকির বাছাইপর্ব হিসেবে বাংলাদেশ অংশ নেবে এএইচএফ কাপে। টুর্নামেন্টকে সামনে রেখে কোচ মামুনুর রশীদ খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন করাচ্ছেন। তবে এই দলে নেই বাংলাদেশের হকির অন্যতম কিংবদন্তি রাসেল মাহমুদ জিমি। গণমাধ্যম ও ক্রীড়াঙ্গনে তার না থাকা নিয়ে সমালোচনা চললেও ফেডারেশন তাকে ফিটনেস পরীক্ষার জন্যও ডাকেনি।

ইউএ / টিডিএস

You may also like