বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার মাইকেল মিলার বিসিবি কার্যালয়ে এসে ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেন। তিনি বিসিবির স্টেডিয়ামটি পরিদর্শন করেন এবং তাকে বাংলাদেশ ক্রিকেট দলের একটি জার্সি উপহার দেওয়া হয়।
এ সময় মাইকেল মিলার ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলো—যেমন জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স, ডেনমার্ক, পর্তুগাল, সুইডেন—এ ক্রিকেটের বিকাশে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করার আশা ব্যক্ত করেন।
সম্প্রতি, বাংলাদেশে অবস্থিত ইউরোপিয়ান অ্যাম্বাসির উদ্যোগে ‘ইইউ গো অন’ নামে একটি স্পোর্টস ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
এই ইভেন্টে ‘ফেস্টিভ্যাল অব ইয়ূথ’ নামে অংশগ্রহণকারীরা ৩০ সেকেন্ডের ভিডিও ধারণ করে ক্রিকেট, ফুটবল, ভলিবল, টেবিল টেনিস, বাস্কেটবল, ব্যাডমিন্টন, টেনিস এবং ইয়োগার প্রদর্শনী করবেন। বিজয়ীদের পুরস্কারের পাশাপাশি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হবে। অংশগ্রহণকারীদের ভিডিও ‘ইইউ গেম অন’ এর মাধ্যমে ১৩ মার্চের মধ্যে পাঠাতে হবে।